শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

চার জেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান 

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

চার জেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান 

নারায়ণগঞ্জ অঞ্চলের অন্তর্গত চার (নারায়ণগঞ্জ ,মুন্সিগঞ্জ, নরসিংদী ,কিশোরগঞ্জ)  জেলার মধ্যে শ্রেষ্ঠ আড়াহাইজার উপজেলা প্রকৌশলী হয়েছেন মো. আরিফুর রহমান।

 আড়াইহাজার, নারায়ণগঞ্জ একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আড়াইহাজার উপজেলাকে স্মার্ট এবং জনবান্ধব উপযোগী উপজেলায় পরিনত করায় জনগুরুত্বপূর্ণ উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ, মাঠ পর্যায়ে সফলভাবে বাস্তবায়ন ও জিওবি মেনটেন্স প্রথম স্থান অধিকার করায় কর্মদক্ষতার স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ উপজেলা প্রকৌশলী হিসেবে পুরষ্কৃত করা হয়েছে। 

এ উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রকৌশলী আরিফুর রহমানের হাতে ক্রেস্ট তুলে দেন নারায়ণগঞ্জ অঞ্চলের তত্তাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল বাছেদ। উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নজরুল ইসলাম, অঞ্চলের দুই নির্বাহী প্রকৌশলীসহ নারায়ণগঞ্জ জেলার নির্বাহী প্রকৌশলী মো. শেখ তাজুল ইসলাম তুহিন, নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে অন্য কর্মকর্তা ও অঞ্চলের বিভিন্ন উপজেলার প্রকৌশলী কর্মকর্তা ও কর্মচারীরা।

পুরস্কার প্রদানের বিষয়ে আড়াইহাজার উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান বলেন যে, আড়াইহাজার উপজেলার জনবান্ধবমুখী নতুন নতুন গুরুত্বপূর্ণ সড়ক এবং ভারী যানবাহন চলাচলের উপযোগী করে প্রশস্তকরণ, মেরামত, গুরুত্বপূর্ণ সড়কে ব্রিজ/কালভার্ট নির্মাণ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ/পুনর্নির্মাণ ও মেরামত, উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ ও সমপ্রসারণ, ইউনিয়ন ভূমি অফিস, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বীরনিবাসসহ বিভিন্ন ধরনের অবকাঠামো নির্মাণ, মালামাল ও পণ্য ক্রয় বিক্রয়ের সুবিধার জন্য বিভিন্ন হাট বাজার/ঘাটলা নির্মাণ ও মসজিদ/মন্দিরসহ বিভিন্ন উপাসনালয় নির্মাণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় টেকসই যোগাযোগ, নেটওয়ার্ক এবং সমৃদ্ধশালী অবকাঠামো গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি। এ বিষয়ে এমপি নজরুল ইসলাম বাবু সার্বক্ষণিক দিক নির্দেশনা ও সহযোগিতা করে যাচ্ছেন।

আমার উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে উদ্ভুত করা ও বিভিন্ন সমস্যা সমাধানে তাৎক্ষনিক সিদ্ধান্ত প্রদান করে কাজ বাস্তবায়নে ভূমিকা রাখায় নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) নারায়ণগঞ্জ মো. শেখ তাজুল ইসলাম তুহিন এবং স্থানীয় পর্যায়ে কাজ বাস্তাবায়নে বিভিন্ন জটিলতা নিরসনে সার্বক্ষণিক ভূমিকা রাখায় (উপজেলা নির্বাহী কর্মকর্তা আড়াইহাজার) ইশতিয়াক আহমেদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। 

এভাবে সকলের সহযোগিতায় উন্নয়ণ কাজ চলামান থাকলে অচিরেই আড়াইহাজার একটি স্মার্ট ও উন্নয়নের রোল মডেল হিসেবে উপজেলা হিসেবে আত্মপ্রকাশ করবে।

টিএইচ